অছিয়তনামা/উইল দলিল
- উইল বা অছিয়ত রহিতকরণ দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক আদায়যােগ্য কিনা?
- দলিল সম্পাদনের পর সম্পাদনকারীর মৃত্যু হলে উক্ত দলিল রেজিস্ট্রি করার বিধান কী?
অর্থ ঋণ আদালত
উত্তরাধিকার
উৎসে আয়কর
- রিয়েল এস্টেট ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক কোন জমি ক্রয়ের পর বিক্রয় করলে উৎসে আয়কর (৫৩এফএফ) এবং মূল্য সংযােজন কর (VAT) আদায়যােগ্য কি না?
- রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কর্তৃক কোন জমি বা প্লট ক্রয়ের পর উন্নয়ন না করে বা বিভিন্ন প্লটে বিভক্ত না করে বিক্রয় করলে উৎসে আয়কর (53FF) এবং মূল্য সংযােজন কর প্রযোজ্য কি না?
- বিদেশী মিশন কর্তৃক জমি ক্রয় বা লিজ গ্রহণের ক্ষেত্রে উৎসে কর (৫৩এইচ) প্রযােজ্য কি না?
তল্লাশ নকল
- নকল ও সূচির কাজ শেষ হওয়ার পূর্বে “প্রমাণিত প্রতিলিপি”র ক্ষেত্রে তল্লাশ ও পরিদর্শন ফি প্রযোজ্য কি না?
দত্তক গ্রহণ দলিল
দলিল সম্পাদন
- রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সম্পাদিত এবং সম্পাদন শব্দের অর্থ কি?
- একাধিক দাতার সম্পাদিত দলিলের ক্ষেত্রে সকল দাতাগণ কর্তৃক হলফনামা প্রদান বাধ্যতামূলক কি না?
দানপত্র দলিল
নামজারি
বন্টননামা দলিল
বন্ধকী দলিল
- ব্যাংক ঋণ পরিশােধের পর বন্ধকী দলিল বাতিল করা বাধ্যতামূলক কি না?
- বন্ধকী দলিলের ক্ষেত্রে আয়কর আইনের 53H ধারা মােতাবেক অগ্রিম আয়কর প্রযোজ্য কি না?
- বন্ধকী দলিলের রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক?
- সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী “বন্ধকী দলিল” বলতে কি বুঝায়?
- গৃহনির্মাণ ঋণের বিপরীতে ব্যাংকের অনুকূলে সম্পাদিত বন্ধকী দলিলের স্ট্যাম্প শুল্ক সম্পর্কিত বিধান কী?
- আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বুঝায়?
বয়নামা বা বিক্রয় সার্টিফিকেট
বায়নানামা দলিল
- বায়নানামা দলিল সম্পাদনের কতদিনের মধ্যে রেজিস্ট্রির জন্য দাখিল করতে হবে?
- বায়নানামা দলিলে কোন মেয়াদ উল্লেখ করা না হলে কত দিনের মধ্যে মূল বিক্রয় কবলা দলিল রেজিস্ট্রি করতে হবে?
ভ্রম সংশোধন
- আদালত কর্তৃক দলিলের ভুল বা ভ্রম সংশোধন এর নিয়ম কি?
- সাব-রেজিস্ট্রার কর্তৃক দলিলের ভুল বা ভ্রম সংশোধন এর নিয়ম কি?
- ভ্রম সংশােধন দলিলে স্ট্যাম্প শুল্ক মওকুফের বিধান কি?
রেজিস্ট্রেশন সংক্রান্ত
- একজন দাতা দলিল সম্পাদন স্বীকার করতঃ রেজিস্ট্রির জন্য গৃহীত টিপ ও স্বাক্ষর না দিয়ে কৌশলে পালিয়ে গেলে করণীয় কি?
- দলিল রেজিস্ট্রিকালে সাব-রেজিস্ট্রার কর্তৃক চাহিত সকল কাগজপত্র দাতা/গ্রহীতা দেখাতে বাধ্য কি না?
- নির্দায়ী প্রমাণপত্র (Non-encumbrance Certificate) প্রদানের বিধান কি?
- বিক্রেতার নামে সম্পত্তির সর্বশেষ খতিয়ান না থাকলে সম্পত্তি বিক্রয় করা যাবে কি না?
- একজন বিদেশী নাগরিক বাংলাদেশে কোন স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন কি না?
- রহিতনামা দলিল রেজিস্ট্রেশনকালে হলফনামা প্রদান করতে হয় কি না?
সম্পত্তি হস্তান্তর
- নির্দায়ী প্রমাণপত্র (Non-encumbrance Certificate) প্রদানের বিধান কি?
- একজন বিদেশী নাগরিক বাংলাদেশে কোন স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন কি না?
- স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বলতে কি বুঝায়?
- সম্পত্তি কী বা কাকে বলে?
সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য
সাফ-কবলা দলিল
- সাফ-কবলা দলিলের সাথে সংযুক্ত সর্বশেষ খতিয়ান সংরক্ষণ করা বাধ্যতামূলক কি না?
- বিক্রেতার নামে সম্পত্তির সর্বশেষ খতিয়ান না থাকলে সম্পত্তি বিক্রয় করা যাবে কি না?