নকল ও সূচির কাজ শেষ হওয়ার পূর্বে “প্রমাণিত প্রতিলিপি”র ক্ষেত্রে তল্লাশ ও পরিদর্শন ফি প্রযোজ্য কি না?

দলিল রেজিস্ট্রির জন্য গ্রহণ করা হয়েছে। কিন্তু এর নকল ও সূচির কাজ শেষ হয়নি। এমতাবস্থায় কোন পক্ষ যদি “প্রমাণিত প্রতিলিপি”র জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আবেদনকারী দলিলের নম্বর সরবরাহ করলে বা মূল রসিদ দাখিল করলে তল্লাশী ফিস্ নেয়ার প্রয়ােজন নেই; তবে পরিদর্শন ফিস্ নিতে হবে।