মহামান্য রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১৪২নং আদেশ অর্থাৎ “বাংলাদেশ স্থাবর সম্পত্তি হস্তান্তর (সাময়িক বিধানাবলী) আদেশ, ১৯৭২” এর বিধান এবং রেজিস্ট্রেশন বিধিমালা, ২০১৪-এর ২০ বিধির বিধান অনুযায়ী মােতাবেক সকল দাতার হলফনামা প্রদান অপরিহার্য। বিধায় সকল দাতার হলফনামা দাখিল ব্যতিরেকে দলিলটি রেজিস্ট্রি করা আইনগতভাবে ত্রুটিপূর্ণ হবে।