একাধিক দাতার সম্পাদিত দলিলের ক্ষেত্রে সকল দাতাগণ কর্তৃক হলফনামা প্রদান বাধ্যতামূলক কি না?

মহামান্য রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১৪২নং আদেশ অর্থাৎ “বাংলাদেশ স্থাবর সম্পত্তি হস্তান্তর (সাময়িক বিধানাবলী) আদেশ, ১৯৭২” এর বিধান এবং রেজিস্ট্রেশন বিধিমালা, ২০১৪-এর ২০ বিধির বিধান অনুযায়ী মােতাবেক সকল দাতার হলফনামা প্রদান অপরিহার্য। বিধায় সকল দাতার হলফনামা দাখিল ব্যতিরেকে দলিলটি রেজিস্ট্রি করা আইনগতভাবে ত্রুটিপূর্ণ হবে।