সম্পাদনকারীর মৃত্যুর পর তাঁর প্রতিনিধি (Representative) বা মনােনীত ব্যক্তি (Assignee) রেজিস্টারিং অফিসারের নিকট হাজির হয়ে দলিল সম্পাদন স্বীকার করলে, রেজিস্টারিং অফিসার ধারাবাহিকভাবে রেজিস্ট্রেশন আইনের ৫৮ হতে ৬১ ধারা অনুসরণক্রমে উক্ত দলিল রেজিস্ট্রি কার্যক্রম সম্পন্ন করবেন [ধারা ৩৫(সি)]।
মৃত ব্যক্তির যদি একাধিক প্রতিনিধি (উত্তরাধিকারী) থাকে তবে সকল উত্তরাধিকারীগণকে রেজিস্টারিং অফিসারের নিকট উপস্থিত হয়ে দলিল সম্পাদন স্বীকার করতে হবে। মৃত ব্যক্তির একজন উত্তরাধিকারীও অনুপস্থিত থাকলে রেজিস্টারিং অফিসার দলিলটি রেজিস্ট্রি করবেন না। যদি কোন উত্তরাধিকারী অপ্রাপ্ত বয়স্ক হয় তবে নাবালকের পক্ষে তার অভিভাবক-কে উপস্থিত হতে হবে।
মৃত্যুর ঘটনা, মৃত্যুর তারিখ এবং সকল উত্তরাধিকারীর নাম উল্লেখ পূর্বক রেজিস্টারিং অফিসারের নিকট আবেদন করতে হবে। আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে মৃত ব্যক্তির মারা যাওয়ার সনদপত্র বা সার্টিফিকেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত হলফনামা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।