বিদেশী মিশন কর্তৃক জমি ক্রয় বা লিজ গ্রহণের ক্ষেত্রে উৎসে কর (৫৩এইচ) প্রযােজ্য কি না?

The United Nations (Privileges and Immunities) Act, 1948 এবং Vienna Convention on Diplomatic Relation, 1961 – এর Article 23(1) অনুযায়ী জাতিসংঘ বা এর অঙ্গ সংস্থা অথবা বিদেশী মিশনসমূহের উপর জাতীয়, আঞ্চলিক বা মিউনিসিপালিটি এর কোন ধরনের কর প্রযােজ্য নয়। ফলে বিদেশী মিশন বা দূতাবাসসমূহ কর্তৃক জমি ক্রয়/বিক্রয়কালে কোনরূপ আয়কর আদায়যােগ্য নয় এবং তাদের ক্ষেত্রে করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) – এর প্রয়ােজন হয় না।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বাের্ডের ২০.০৩.২০১১ তারিখের জারাবাে/কর-৭/আঃআঃবিঃ/৫/২০১০/৫০ নং পত্রে সুস্পষ্ট নির্দেশনা প্রদত্ত হয়েছে।

সম্পর্কিত আইন ও বিধিমালাঃ

বিদেশী মিশন কর্তৃক জমি ক্রয় বা লীজ গ্রহণের ক্ষেত্রে উৎসে আয়কর মওকুফ [জাতীয় রাজস্ব বাের্ড]