আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বুঝায়?

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সালের ২৭নং আইন) এর ধারা ২(বি) অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান। বলতে নন-ব্যাংকিং এরূপ প্রতিষ্ঠানকে বুঝায়, যে সকল প্রতিষ্ঠান নিম্নোক্ত কার্যক্রমে নিয়ােজিত –

  1. শিল্প, বাণিজ্য, কৃষি বা গৃহায়ণের জন্য ঋণ বা অগ্রিম প্রদান করে; অথবা
  2. শেয়ার স্টক, বন্ড, ডিবেঞ্চার বা ডিবেঞ্চার স্টক বা সিকিউরিটিজ ব্যবসা পরিচালনা, গ্রহণ বা আন্ডার রাইটিং, বিনিয়ােগ অথবা পুনঃবিনিয়ােগে নিয়ােজিত অথবা সরকার কর্তৃক কোন বিধিবদ্ধ সংস্থার ইস্যুকৃত অন্য কোন সিকিউরিটিজ বাজারজাত করণে নিয়ােজিত; অথবা
  3. যন্ত্রপাতি বা সরঞ্জামাদি লিজ অথবা হায়ার পার্চেজ ব্যবসায় নিয়ােজিত; অথবা
  4. পুঁজি সরবরাহকারী, মার্চেন্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট কোম্পানী, মিউচুয়াল এসােসিয়েশন, মিউচুয়াল কোম্পানী, লিজিং কোম্পানী অথবা বিল্ডিং সােসাইটি এর অন্তর্ভুক্ত।