হেবার ঘােষণাপত্র বাতিল বা রদ দলিল রেজিস্ট্রি করা যাবে কি না?

মুসলমানদের ব্যক্তিগত আইন অনুসারে হেবার যাবতীয় শর্তাবলী পরিপূরণ করে হেবার ঘােষণাপত্র দলিল সৃজন করা হয়। তাই হেবার ঘােষণাপত্র দলিলে দাতা কর্তৃক তফসিল বর্ণিত সম্পত্তি মৌখিকভাবে হেবা করত: গ্রহীতার বরাবরে হেবাকৃত সম্পত্তির দখল অর্পণ এবং গ্রহীতা কর্তৃক তা গ্রহণের কথা সুস্পষ্টভাবে বর্ণিত থাকে। উপরন্তু, দলিলে উভয়ের স্বাক্ষর থাকায় উক্ত দখল অর্পণ ও গ্রহণের বক্তব্য অস্বীকার করার কোন অবকাশ থাকে না। এমতাবস্থায়, হেবার ঘােষণাপত্র দলিল বাতিল করার আইনগত কোন সুযােগ নেই। সেহেতু এরূপ বাতিল বা রহিতকরণ দলিল রেজিস্ট্রি করা আইনস্মত নয়।

তবে উপযুক্ত কারণ থাকলে হেবার ঘােষণাপত্র দলিল বাতিল বা রদ করার জন্য আদালতের আশ্রয় নেয়া যেতে পারে।