উইল বা অছিয়ত রহিতকরণ দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক আদায়যােগ্য কিনা?

উইল যেমন সাদা কাগজে লিখিত হয়, উইলের রহিতকরণ দলিলও তেমনি সাদা কাগজে লিখিত হয়। উইলের ন্যায় উইলের রহিতকরণপত্রেও কোন প্রকার স্ট্যাম্প মাশুল দিতে হয় না। সুতরাং এডমিজিবিলিটি সার্টিফিকেট “স্ট্যাম্প শুল্ক আদায়ের প্রয়ােজন নাই”- লিপিবদ্ধ করাই যথাযথ পদ্ধতি।