ব্যাংক ঋণ পরিশােধের পর বন্ধকী দলিল বাতিল করা বাধ্যতামূলক কি না?

ব্যাংক হতে ঋণ গ্রহণের সময় ব্যাংক এর অনুকূলে যে বন্ধককৃত সম্পত্তির দলিল রেজিস্ট্রি করা হয় ঋণ পরিশােধের পর ঐ বন্ধক দলিল বাতিল করতে হবে পূনঃসমর্পণপত্র (Re-conveyance of mortgage property) দলিল রেজিস্ট্রি না করা পর্যন্ত বর্ণিত সম্পত্তি সংশ্লিষ্ট ব্যাংকের নিকট দায়বদ্ধ থেকে যায়। সে কারণে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক বন্ধককৃত সম্পত্তি পূনঃসমর্পণপত্র মূলে বন্ধকদাতা পক্ষের অনুকূলে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে পুনঃসমর্পণ করতে হবে।

তাছাড়া, বর্তমানে ব্যাংকের বরাবরে অপ্রত্যাহারযােগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির বিধান প্রবর্তিত হওয়ায় উভয় পক্ষ কর্তৃক উক্ত অপ্রত্যাহারযােগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল বাতিল বা রদ করা সমীচীন।