রিয়েল এস্টেট ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক কোন জমি ক্রয়ের পর বিক্রয় করলে উৎসে আয়কর (৫৩এফএফ) এবং মূল্য সংযােজন কর (VAT) আদায়যােগ্য কি না?

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৩এফএফ ধারার বিধান মােতাবেক রিয়েল এস্টেট ব্যবসায় নিয়ােজিত ব্যক্তির ক্ষেত্রে উৎসে আয়কর (৫৩এফএফ) প্রযােজ্য বা আরােপযােগ্য। সেহেতু রিয়েল এস্টেট ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক কোন জমি ক্রয়ের পর বিক্রয় করলে উৎসে আয়কর (৫৩এফএফ) এবং মূল্য সংযােজন কর (VAT) আদায়যােগ্য নয়।

তবে, উক্ত প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ব্যবসার ন্যায় ভূমির উন্নয়ন বা ভবন নির্মাণপূর্বক ক্রয়-বিক্রয় কাজে নিয়ােজিত থাকলে উৎসে আয়কর (৫৩এফএফ) এবং মূল্য সংযােজন কর আদায়যােগ্য হবে। (সূত্রঃ জাতীয় রাজস্ব বাের্ডের নথি নং ০৮.০১.০০০০.০৩০.০৭.০০৭.২০১৫/০৫ তারিখ ১০ মার্চ, ২০১৫ খ্রি.)

সম্পর্কিত আইন ও বিধিমালাঃ