রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সম্পাদিত এবং সম্পাদন শব্দের অর্থ কি?

রেজিস্ট্রেশন আইনে ‘সম্পাদন’ শব্দটির কোন সংজ্ঞা প্রদান করা হয়নি। ১৮৯৯ সালের স্ট্যাম্প আইনের ২(১২) ধারায় সম্পাদন শব্দের অর্থ স্বাক্ষর করা; উক্ত আইন অনুযায়ী যখন কোন দলিল স্বাক্ষরিত হয়, তখন তা সম্পাদিত হয়েছে বুঝতে হবে।

রেজিস্ট্রেশন আইনে ‘সম্পাদনকারী ব্যক্তি’, ‘স্বাক্ষরদাতা ব্যক্তি অপেক্ষা ব্যাপক অর্থ বহন করে। যিনি বা যে ব্যক্তি আইনগতভাবে সম্পাদিত কোন দলিলের মাধ্যমে নিজেকে আইনগত বাধ্যবাধকতার মধ্যে সম্পৃক্ত করেন, তাকে রেজিস্ট্রেশন আইনের অধীনে ‘সম্পাদনকারী ব্যক্তি বলা যায়।

দলিলাদির সূত্রে বা সম্পর্কে ব্যবহৃত ‘সম্পাদিত এবং সম্পাদন’ এর অর্থ হচ্ছে ‘দস্তখতকৃত’ এবং দস্তখত। সম্পাদন’ শব্দটি যখন একটি দলিলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন তার অর্থ হচ্ছে শেষ কার্য বা শেষ কাজের ধারাবাহিকতা বা পর পর কয়েকটি কাজ, যা দলিলের কার্য সম্পাদন সম্পূর্ণ করে। এ ভাবে দলিলাদির সম্পাদন হলাে- সাক্ষীদের উপস্থিতিতে স্বাক্ষরকরণ, সীলমােহরকরণ ও তা প্রদান। তবে উইলের সম্পাদনের মধ্যে প্রত্যয়ন অন্তর্ভুক্ত। যে কোন উদ্দেশ্যে একটি দলিলকে বিবেচনা করার পূর্বে তা অবশ্যই ‘সম্পাদিত হতে হবে; যার অর্থ ‘স্বাক্ষরিত হতে হবে।