স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বলতে কি বুঝায়?

রেজিস্ট্রেশন আইনের ২(৬) উপ-ধারা অনুযায়ী ‘ইমমুভেবল প্রপার্টি’ বা ‘স্থাবর সম্পত্তি অর্থে জমিজমা, গৃহাদি, ক্রমাগত বা বংশানুক্রমিক ভাতা (হেরিডিটারি এলাউন্স), পথের অধিকার, আলো, ফেরী, মাছ ধরার অধিকার অথবা ভূমিজাত অন্য যে কোন প্রকার লাভ বা সুবিধা এবং যা ভূমির সাথে সংলগ্ন অথবা যা স্থায়ীভাবে কোনকিছুর সাথে সংলগ্ন এবং কোন কিছু মাটির সাথে সংলগ্ন, তাকেই স্থাবর সম্পত্তি বলে।

কিন্তু ক্রমবর্ধমান শস্য অথবা ঘাস, বাড়ি-ঘর নির্মাণের নিমিত্ত প্রয়োজনীয় কাঠের জন্য দণ্ডায়মান গাছ (টিম্বার), বৃক্ষের ফল বা রস, মাটিতে স্থাপিত যন্ত্রপাতি ইত্যাদি স্থাবর সম্পত্তির অন্তর্ভুক্ত নয়। তবে, রেজিস্ট্রেশন আইনে প্রদত্ত “স্থাবর সম্পত্তির সংজ্ঞা শুধুমাত্র এ আইনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে; অন্য কোন আইনের উদ্দেশ্য পূরণকল্পে বা প্রয়োজনে নয়।

স্ট্যাম্প আইনে স্থাবর সম্পত্তির কোন সংজ্ঞা প্রদত্ত হয়নি। তবে এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে এবং স্ট্যাম্প আইনের আওতায় স্ট্যাম্প শুল্ক নির্ণয়ের ক্ষেত্রে অথবা অন্য কোন আইনের প্রয়োজনে “স্থাবর সম্পত্তি” বলতে জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এর ৩(২৫) ধারা মোতাবেক অর্থ প্রকাশ করে অর্থাৎ স্থাবর সম্পত্তি বলতে জমি, জমি হতে প্রাপ্ত কোন সুবিধা এবং ভূমির সাথে সংযুক্ত বা ভূমির সাথে স্থায়ীভাবে সংযুক্ত কোন কিছু বুঝায়।

7991