একজন দাতা দলিল সম্পাদন স্বীকার করতঃ রেজিস্ট্রির জন্য গৃহীত টিপ ও স্বাক্ষর না দিয়ে কৌশলে পালিয়ে গেলে করণীয় কি?

সাব-রেজিস্ট্রারের কার্যক্রম জুডিশিয়াল প্রসিডিং হিসেবে গণ্য বিধায় দলিল দাখিল হতে টিপ বা স্বাক্ষর গ্রহণ পর্যন্ত সময়টি ধারাবাহিক এবং পদ্ধতিটি কঠোরভাবে পালন করলে দাতার সম্পাদন স্বীকারােক্তির পর পালিয়ে যাওয়ার অবকাশ খুব একটা থাকে না। তবুও কোন কারণে ঐরূপ ঘটনা ঘটলে বা টিপ-দস্তখত দিতে অস্বীকার করলে দাতার জবানবন্দী লিপিবদ্ধ করে সনাক্তকারীর জবানবন্দী গ্রহণপূর্বক রেজিস্টারিং অফিসার প্রকৃত দাতার উপস্থিতি সম্পর্কে সন্দেহমুক্ত হলে দলিল রেজিস্ট্রির জন্য গ্রহণ করবেন। দাতা টিপ দস্তখত দিতে অস্বীকার করেছে মর্মে টিপের বা দস্তখতের স্থানে মন্তব্য লিখতে হবে।