দানপত্র দলিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পত্তির দখল হস্তান্তরিত হওয়ার পূর্বে তা বাতিল বা রদ করা যায়, কিন্তু দখল হস্তান্তরিত হওয়ার পর দানপত্র দলিল বাতিল বা রদ করা আইনসিদ্ধ নয়। বর্তমানে দানপত্র দলিল ফরমেটে প্রণীত হওয়ায় দলিল সম্পাদন ও রেজিস্ট্রির সাথে সাথে সংশ্লিষ্ট সম্পত্তির দখল হস্তান্তরিত হয় বিধায় দাতা দানপত্র দলিল বাতিল বা রদ করতে পারেন না এবং এরূপ বাতিল বা রদকরণ দলিল রেজিস্ট্রি করা আইনসম্মত নয়। তবে, উপযুক্ত আইনসঙ্গত কারণ থাকলে আদালতের আশ্রয় নেয়া যেতে পারে।