১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের ৬৩(এ)(১) ধারা অনুযায়ী দলিলটি দাখিলের তারিখে বলবৎ বাজারমূল্য দলিলটির ক্ষেত্রে প্রযােজ্য হলেও মহামান্য হাইকোর্ট চুক্তিকালীন তারিখের বাজারমূল্য অনুসরণ করে দলিল রেজিস্ট্রেশনের নির্দেশনা প্রদান করেছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের উক্ত নির্দেশনাটি প্রতিপালনের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় হতে এবং নিবন্ধন পরিদপ্তর হতে নির্দেশ প্রদান করা হয়েছে। (সূত্র ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং আর-৬/১এম-১২/০৮/১৫১ তারিখ ০৬.০৫.২০০৯ এবং নিবন্ধন পরিদপ্তরের স্মারক নং নিপ/রেজিঃ শাখা-৫ (বিবিধ)/৫৬২১(৬৩) তারিখ ২৫.০৫.২০০৯]
সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০ – এর বিধি ৫(৭)(গ) অনুযায়ী চুক্তি প্রবল মােকদ্দমার ডিক্রীজারির ক্ষেত্রে বিজ্ঞ আদালত ক সম্পাদিত দলিলে প্রদর্শিত মূল্যের ভিত্তিতে উক্ত দলিল রেজিস্ট্রি করতে হয়।