বয়নামা বা বিক্রয় সার্টিফিকেট রেজিস্ট্রি করার বিধান কী? 

১৯০৮ সনের দেওয়ানী প্রক্রিয়া সংহিতা মূলে (দেওয়ানী কার্যবিধি আইনের ২১নং আদেশের ১৪নং রুল দ্রষ্টব্য) কোন বিচারালয় কোন স্থাবর সম্পত্তি বিক্রয়ের সার্টিফিকেট বা বয়নামা প্রদান করলে সে বিক্রয় সার্টিফিকেট বা বয়নামার কপি যে রেজিস্টারিং অফিসারের এলাকাধীনে উক্ত সম্পত্তি অবস্থিত, সে রেজিস্টারিং অফিসারের বরাবরে প্রেরণ করবেন। রেজিস্ট্রেশন আইনের ৮৯(২) ধারা অনুযায়ী যা বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের আওতা বহির্ভূত রাখা হয়েছে বিধায় রেজিস্টারিং অফিসার উক্ত সার্টিফিকেট বা বয়নামা প্রাপ্ত হয়ে ১নং বহিতে ফাইল করবেন।

তদ্রুপ, রেভিনিউ অফিসার বা কালেক্টর নিলামে বিক্রীত স্থাবর সম্পত্তি সম্পর্কে ক্রেতাকে যে বিক্রয় প্রমাণপত্র (সাটিফিকেট) প্রদান করেন, তার কপি যে রেজিস্টারিং অফিসারের আওতাধীন উক্ত সম্পত্তি অবস্থিত, সে রেজিস্টারিং অফিসারের নিকট প্রেরণ করবেন যা বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের আওতা বহির্ভূত রাখা হয়েছে বিধায় রেজিস্টারিং অফিসার তা প্রাপ্ত হয়ে ১নং বহিতে ফাইলভূক্ত করবেন।

তবে অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ – এর মাধ্যমে বিজ্ঞ আদালত কর্তৃক প্রেরিত মালিকানা সনদ এবং প্রজাস্বত্ব আইনের ৯৬ ধারা অনুযায়ী বিক্রয় আদেশের কপি রেজিস্ট্রি করা বাধ্যতামূলক করা হয়েছে।