ভ্রম সংশােধন দলিলে স্ট্যাম্প শুল্ক মওকুফের বিধান কি?

১৮৯৯ সনের স্ট্যাম্প আইনের ১৬ ধারা মােতাবেক স্ট্যাম্প শুল্ক মওকুফ করতঃ বিক্রয় কবলা, বন্ধক এবং সেটেলমেন্ট দলিলের বস্তুগত পরিবর্তন সাধন করে না, এরূপ ত্রুটি সংশােধনে স্ট্যাম্প আইনের ১ নং তফসিলের ৫ নং আর্টিকেল অনুসারে ৩০০/- টাকা স্ট্যাম্প শুল্ক প্রদেয় হয়। এ তিন প্রকার দলিল ভিন্ন অন্য কোন দলিলের জন্য এরূপ কোন সুবিধার ব্যবস্থা নেই। তবে স্ট্যাম্প শুল্ক মওকুফের জন্য ১০/- টাকার কোর্ট ফিসহ আবেদন করতে হবে। অন্য দলিলের ক্ষেত্রেও স্ট্যাম্প শুল্ক মওকুফ না করে ভ্রম সংশােধন দলিল রেজিস্ট্রি করা সম্ভব। উল্লেখ্য, স্ট্যাম্প শুল্ক মওকুফের আবেদন করা না হলে মূল দলিলের ন্যায় স্ট্যাম্প শুল্ক আদায়যােগ্য।

সম্পর্কিত আইন ও বিধিমালাঃ