রহিতনামা দলিল রেজিস্ট্রেশনকালে হলফনামা প্রদান করতে হয় কি না?

মহামান্য রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১৪২নং আদেশ অর্থাৎ “বাংলাদেশ স্থাবর সম্পত্তি হস্তান্তর (সাময়িক বিধানাবলী) আদেশ, ১৯৭২” দ্বারা হলফনামা সংযােজনের বিধান প্রবর্তিত হয়। উক্ত বিধান অনুযায়ী রহিতনামা দলিল এর ক্ষেত্রে হলফনামা প্রযোজ্য।

দান, বিনিময়, ইজারা, হস্তান্তর চুক্তি, পাওয়ার অব অ্যাটর্নি ইত্যাদি দলিলের ক্ষেত্রে হলফনামা প্রয়োজন হয়। সুতরাং এরূপ দলিলে যদি স্থাবর সম্পত্তি থাকে তবে তা রদ, রহিত, সমর্পণ বা বাতিলকরণ বা Cancellation এর লক্ষ্যে প্রণীত রহিতনামা দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বিধিমালা, ২০১৪-এর ২০ ধারার বিধান অনুযায়ী হলফনামার প্রয়োজন হবে।

স্থাবর সম্পত্তির সম্পর্কিত নয় এরূপ কোন রহিতনামা বা Cancellation দলিল রেজিস্ট্রেশনকালে হলফনামার প্রয়োজন নেই।