রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কর্তৃক কোন জমি বা প্লট ক্রয়ের পর উন্নয়ন না করে বা বিভিন্ন প্লটে বিভক্ত না করে বিক্রয় করলে উৎসে আয়কর (53FF) এবং মূল্য সংযােজন কর প্রযোজ্য কি না?

রিয়েল এস্টেট বা ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যবসায় নিয়ােজিত প্রতিষ্ঠান যেহেতু বাণিজ্যিক ভিত্তিতে জমি বা প্লট বিক্রয় কাজে নিয়ােজিত বিধায় আয়কর অধ্যাদেশ, ১৯৮৫-এর ধারা ৫৩এফএফ এবং মূল্য সংযােজন কর আইন, ১৯৯১-এর বিধান মােতাবেক বিবেচ্য বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে উৎসে আয়কর (৫৩এফএফ) এবং মূল্য সংযােজন কর আদায়যােগ্য।

সম্পর্কিত আইন ও বিধিমালাঃ

53H, 53FF এবং আয়কর বিধিমালা, 17II তে আনীত সংশোধনের বিষয়ে স্পষ্টিকরণ, ২০১৪

53FF রিয়েল এস্টেট বা ল্যান্ড ডেভেলপার কর্তৃক পরিশোধযোগ্য, ২০০৬