অর্থ ও পরিকল্পনা বিভাগের S.R.O. No.-135-L/83 MF&P/IRD-1/8/83 ST/178 Dated 18.4.83 এর প্রেক্ষিতে ৫.৫.১৯৮৩ তারিখের আইটি-১/৭৯/৪৯৫৯(১৯) নং স্মারকে “গৃহ নির্মাণ ঋণদান সংস্থা এবং ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংকসমূহ (জাতীয়করণকৃত) আদেশ অনুযায়ী সৃষ্ট ব্যাংকসমূহ” কর্তৃক প্রদত্ত গৃহ নির্মাণ ঋণ প্রদানের ক্ষেত্রে উক্ত সংস্থা বা ব্যাংকের অনুকূলে সম্পাদিত বন্ধকী দলিলের স্ট্যাম্প শুল্ক মওকুফ করা হয়েছিল।
পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এস.আর.ও নং-১৭৮/৯৩ তারিখ ০৮ সেপ্টেম্বর, ১৯৯৩ মূলে পূর্বোক্ত এস.আর.ও-এর বিধান হতে “১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংকসমূহ (জাতীয়করণকৃত) আদেশ অনুযায়ী সৃষ্ট ব্যাংকসমূহ” অংশ বিলুপ্ত করা হয়েছে। ফলে, গৃহ নির্মাণ ঋণদান সংস্থা কর্তৃক প্রদত্ত গৃহ নির্মাণ ঋণ প্রদানের ক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক মওকুফ তবে রেজিস্ট্রেশন ফিস প্রযােজ্য।
গৃহ নির্মাণ ঋণদান সংস্থা ব্যতীত অন্য কোন রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে সম্পাদিত রেহেন দলিলের ক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক মওকুফ হবে না। উল্লেখ্য, এ বিষয়ে নিবন্ধন পরিদপ্তরের ৩০.০৮.১৯৯৯ তারিখের নিপ/বিবিধ/১২২২১ নং স্মারকে বিষয়টি পুনরায় স্পষ্টীকরণ করা হয়েছে।