দীর্ঘমেয়াদী ইজারা দলিল নিবন্ধনের ক্ষেত্রে উৎসে কর সংগ্রহের বিধান সংক্রান্ত স্পষ্টীকরণ, ২০২৪ নিবন্ধন অধিদপ্তর | স্মারক - ১০.০৫.০০০০.০০৫.২৭.০০৫.২৪-২৩৯(৬১) প্রকাশের তারিখঃ ১ অগাস্ট, ২০২৪ উৎসঃ www.rd.gov.bd Disclaimer: প্রকাশিত গেজেট/আইন/বিধিমালা/পরিপত্র এর সর্বস্বত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। দলিল.কম এর প্রকাশনার সাথে কোনভাবেই জড়িত নয়। বিস্তারিত ব্যবহারের শর্তাবলি দেখতে এখানে ক্লিক করুন। সম্পর্কিত নিবন্ধ/আইন পড়ুনঃ দলিলে হলফনামা ব্যবহার নির্দেশনা, ১৯৭৮ জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশনকালে উৎসে আয়কর আদায়ের হার, ২০১৪ বন্ধকী সম্পত্তি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 53H ধারায় আয়কর সংগ্রহ করার বিধান প্রযােজ্য হবে না, ২০১৪ নকলনবিশগনের পারিশ্রমিক তহবিল শীর্ষক চলতি হিসাব খোলা প্রসঙ্গে, ২০২৪