অর্থ-ঋণ আদালত কর্তৃক জারিকৃত মালিকানা সনদপত্র রেজিস্ট্রিকালে স্ট্যাম্প, ফিস এবং কর আদায়যােগ্য কি না?

অর্থ-ঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৩(৮) উপ-ধারার বিধান মােতাবেক অর্থ-ঋণ আদালত কর্তৃক জারিকৃত মালিকানা সনদপত্র রেজিস্ট্রিকালে স্ট্যাম্প শুল্ক, ফিস্ বা কর আদায়যােগ্য নয় মর্মে নিবন্ধন পরিদপ্তর হতে জারিকৃত ২০.৫.২০০৭ খ্রিস্টাব্দ তারিখের ৫৭২৮(৬১) নং পত্রে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

উক্ত দলিল রেজিস্ট্রিকালে ৫২এ ধারা প্রযােজ্য নয়। এ বিষয়ে নিবন্ধন পরিদপ্তর হতে জারিকৃত ১৭.৪.২০০৭ খ্রিস্টাব্দ তারিখের ৪৪৭৪(৬১) নং পত্রে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

সম্পর্কিত আইন ও বিধিমালাঃ

অর্থঋন আদালত আইন ২০০৩ এর ৩৩(৫) উপধারা অনুযায়ী দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৫২(ক) ধারা প্রযোজ্য নয়, ২০০৭