স্ট্যাম্প আইনের ২৭ ধারার বিধান কী?

১৮৯৯ সালের স্ট্যাম্প আইনের ২৭ ধারার বিধান হলাে – কোন দলিল বাবদ আদায়যােগ্য মাশুলকে প্রভাবিত করে, এমন সব ঘটনা বা বিষয়সমূহ দলিলে বিধৃত করতে হবে। অর্থাৎ মূল্য বা পণ (যদি কিছু থাকে) এবং অন্য সব ঘটনা, অবস্থা বা পরিস্থিতিসমূহ যা কোন একটি দলিলের মাশুলযােগ্যতাকে প্রভাবিত করে অথবা কোন একটি দলিলে যে পরিমাণ মাশুল আদায়যােগ্য, তাকে প্রভাবিত বা ব্যাহত করে, সে সব পণ বা অবস্থা দলিলে পুরােপুরি ও যথাযথভাবে বিধৃত করতে হবে।