১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের ৫৯ ধারা মােতাবেক রেহেনের আসল মূল্য একশত টাকা বা ততােধিক হলে, দলিল জমা দেওয়া রেহেন ব্যতীত অন্যান্য রেহেন কেবলমাত্র দলিলদাতা কর্তৃক স্বাক্ষরিত ও দুইজন স্বাক্ষী কর্তৃক প্রত্যয়িত রেজিস্ট্রি দলিল দ্বারাই সম্পাদন করা যেতে পারে। রেহেনের আসল মূল্য একশত টাকার কম হলে, উক্তরূপ স্বাক্ষরিত ও প্রত্যয়িত দলিল দ্বারা অথবা সাধারণ রেহেন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে সম্পত্তির দখল অর্পণ দ্বারা রেহেন কার্যকর করা যেতে পারে।
তবে শর্ত থাকে যে, সরকার বা ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী কোন তফসিলি ব্যাংক অথবা ১৯৯৩ সালের ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন আইনের সংজ্ঞানুযায়ী কোন আর্থিক প্রতিষ্ঠানের নিকট স্বত্বের দলিল জমার মাধ্যমে বন্ধকের ক্ষেত্রেও শুধুমাত্র রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে বন্ধক কার্যকর হয়। রেজিস্ট্রেশন (সংশােধনী) আইন, ২০০৪-এ ১৭(১)(সিসি) ধারার সংযােজনের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ৫৯ ধারায় মূল্য নির্বিশেষে বন্ধকী দলিলসমূহের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।