দলিল রেজিস্ট্রিকালে সাব-রেজিস্ট্রার কর্তৃক চাহিত সকল কাগজপত্র দাতা/গ্রহীতা দেখাতে বাধ্য কি না?

১৯০৮ সনের রেজিস্ট্রেশন আইনের ধারা ২১ এবং ৬৩ (এ), ২০১৪ সনের রেজিস্ট্রেশন বিধিমালা এর বিধি ২০(ই) এবং ২১, ১৯৭২ সনের মহামান্য রাষ্ট্রপতির ১৪২ নং আদেশের অনুচ্ছেদ ৪, ৫, ৯ ও ১১ এবং The Registration Manual এর Chapter (VI) এর ৪০(ডি) এবং অনুচ্ছেদ ৮৭(৩) এর আলােকে দলিল/দলিলাদি রেজিস্ট্রির জন্য উপস্থাপন করা হলে উহাতে ভূমির পরিচয়, প্রকৃতি ও পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না তা যাচাইয়ের জন্য সাব-রেজিস্ট্রারগণ যে সকল কাগজপত্র দেখতে চাইবেন তা দলিল দাতা/দাতাগণ দাখিল করিতে বাধ্য। (সূত্রঃ নিবন্ধন অধিদপ্তরের স্মারক নং-নিপ/নিয়ােগ/রেজিঃ শাঃ-১/১৯১৭৪(৭৭) তারিখ ০৫.১২.২০১২ খ্রিস্টাব্দ)

১৯০৮ সনের রেজিস্ট্রেশন আইনের ৮৪ ধারা মােতাবেক সাব-রেজিস্ট্রারগণ দণ্ডবিধির সংজ্ঞা অনুযায়ী পাবলিক সার্ভেন্ট হিসেবে গণ্য বিধায় দাপ্তরিক প্রয়ােজনে তিনি কোন ব্যক্তির নিকট কোন তথ্য চাইলে তিনি তা প্রদানে বাধ্য।

সম্পর্কিত আইন ও বিধিমালাঃ