১৯০৮ সনের নিবন্ধন আইনে ১৭(এ) ধারা সংযোজনের মাধ্যমে বিক্রয় চুক্তি বা বায়নানামা দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
১৭(এ)(১) ধারা অনুযায়ী – এই আইন বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, যে কোন স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তিপত্র লিখিত হইতে হইবে, তৎসঙ্গে উহা সংশ্লিষ্ট পক্ষগণ কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হইতে হইবে।
১৭(এ)(২) ধারা অনুযায়ী – উপ-ধারা (১) এ উল্লিখিত বিক্রয়-চুক্তি, সম্পাদনের তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করিতে হইবে এবং এইক্ষেত্রে দলিল নিবন্ধনের বিধানাবলি প্রযোজ্য হইবে।