গৃহনির্মাণ ঋণদান সংস্থা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ব্যতীত সরকারি বা বেসরকারি অন্য কোন প্রতিষ্ঠানের চাহিদা মােতাবেক রেজিস্টারিং অফিসারগণ কর্তৃক নির্দায়ী প্রমাণপত্র প্রদানের কোন বিধান নেই।
তবে, কোন প্রতিষ্ঠান যদি যথারীতি ফিস্ প্রদানপূর্বক নির্দায়ী প্রমাণপত্র পেতে চান, তাহলে রেজিস্টারিং অফিসারগণ সে প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত ক্ষমতাবান কর্মচারীকে রেজিস্ট্রেশন আইনের ৫৭ ধারা এবং রেজিস্ট্রেশন বিধিমালার ১০৯(২) – এর বিধান মােতাবেক আবেদনে বর্ণিত সম্পত্তির বিভিন্ন তথ্যাদি সংগ্রহের অনুমতি প্রদান করতে পারেন। [সূত্রঃ নিবন্ধন পরিদপ্তরের স্মারক নং ১জি/১৯/৭০/১২৪৮৬ তারিখ ০৬.১২.১৯৮২]