জাতীয় রাজস্ব বাের্ড ১০/০৮/২০১৪ খ্রি. তারিখের নথি নং- ০৮.০১.০০০০.০৩০.০৭.০০৫.২০১৪/৭৭ অনুযায়ী – কর নীতি শাখা এই মর্মে স্পষ্টীকরণ করছে যে, রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ (১৯০৮ সালের XVI নং আইন) এর ধারা ১৭ এর উপধারা (১) এর ক্লজ (cc) অনুসারে বন্ধকী দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অগ্রীম আয়কর সংগ্রহ করার বিধান প্রযােজ্য হবে না।
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ – এর ৫৩এইচ ধারা মােতাবেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে সম্পাদিত বন্ধকী দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে অগ্রিম আয়কর আদায়ের বিধান প্রযােজ্য নয়।
সম্পর্কিত আইন ও বিধিমালাঃ
বন্ধকী সম্পত্তি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 53H ধারায় আয়কর সংগ্রহ করার বিধান প্রযােজ্য হবে না, ২০১৪