কোন দলিল দ্বারা যদি কোন সম্পত্তির সহ-মালিকগণ ঐ সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় পৃথকভাবে ভাগ করে নেয়, তাহলে তাকে বন্টননামা বা বাটোয়ারা দলিল বলে। অর্থাৎ যে দলিলের মাধ্যমে শরীকান বা অংশীদারগণ পরস্পরের সুবিধার্থে অবিভক্ত সম্পত্তির বাটোয়ারা বা বণ্টন করে নেয়, তাকে বন্টননামা বা বাটোয়ারা দলিল বলে।
বন্টননামা দলিল রেজিস্ট্রেশন ফিস