ধারা ৩ঃ মহা-পরিদর্শক, নিবন্ধন

(১) সরকার [৫][বাংলাদেশের] জন্য একজন সরকারি কর্মকর্তাকে মহা-পরিদর্শক, নিবন্ধন পদে নিয়োগ করিবে:
তবে শর্ত থাকে যে, সরকার এইরূপ নিয়োগ প্রদানের পরিবর্তে, নির্দেশ দিতে পারে যে, মহা-পরিদর্শক, নিবন্ধন এর উপর অতঃপর অর্পিত ও ন্যস্ত সকল বা যে কোন ক্ষমতা ও দায়িত্ব, এতদুদ্দেশ্যে সরকার যেইরূপভাবে নিয়োজিত করিবে সেইরূপ এক বা একাধিক কর্মকর্তা কর্তৃক, এবং উক্তরূপ স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে প্রয়োগ ও সম্পাদন করা যাইবে।

(২) মহা-পরিদর্শক, নিবন্ধন যুগপৎভাবে [৬][প্রজাতন্ত্রের] অন্য যে কোন কার্যালয়ের দায়িত্বও পালন করিতে পারিবেন।


[৫] বাংলাদেশ ল’জ (রিভিশন এন্ড ডিক্লারেশন) অ্যাক্ট, ১৯৭৩ (১৯৭৩ সনের ৮নং আইন) এর ধারা ৩ ও ২য় তফসিল দ্বারা ‘উক্তরূপ সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকা’ শব্দগুলির স্থলে ‘বাংলাদেশ’ শব্দটি প্রতিস্থাপিত।

[৬] বাংলাদেশ ল’জ (রিভিশন এন্ড ডিক্লারেশন) অ্যাক্ট, ১৯৭৩ (১৯৭৩ সনের ৮নং আইন) এর ধারা ৩ ও ২য় তফসিল দ্বারা ‘রাষ্ট্র’ শব্দটির স্থলে ‘প্রজাতন্ত্র’ শব্দটি প্রতিস্থাপিত।