ধারা ২৫ঃ যেক্ষেত্রে দাখিলকরণে বিলম্ব অপরিহার্য সেইক্ষেত্রে ব্যবস্থা

(১) যদি বাংলাদেশে সম্পাদিত কোন দলিল, বা প্রদত্ত ডিক্রি বা আদেশের নকল, কোন জরুরি আবশ্যকতা বা অপরিহার্য দুর্ঘটনাবশত দাখিল করিবার জন্য ইতঃপূর্বে বর্ণিত নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও নিবন্ধনের জন্য দাখিল করা না যায় এবং যেক্ষেত্রে দাখিলকরণে বিলম্ব চার মাস অতিক্রম না করে, সেইক্ষেত্রে রেজিস্ট্রার এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবেন যে, উপযুক্ত নিবন্ধন ফিসের অনূর্ধ্ব দশ গুণ পরিমাণ জরিমানা প্রদান করা হইলে, উক্ত দলিল নিবন্ধনের জন্য গ্রহণ করা যাইবে।

(২) এইরূপ নির্দেশের জন্য যে কোন আবেদন সাব-রেজিস্ট্রারের নিকট দাখিল করা যাইবে, এবং সাব-রেজিস্ট্রার উক্ত আবেদন তিনি যে রেজিস্ট্রারের অধস্তন তাহার নিকট অবিলম্বে অগ্রায়ণ করিবেন।

টীকা (১) : এই ধারা বাংলাদেশে সম্পাদিত দলিলপত্রের ক্ষেত্রে প্রযোজ্য এবং উহাতে এইরূপ দলিলাদি দাখিলকরণের সর্বো”চ সময় ৭ (সাত) মাস নির্ধারিত হইয়াছে। তবে, প্রকৃত নিবন্ধন ফিসের অনূর্ধ্ব দশ গুণ পরিমাণ জরিমানা পরিশোধ সাপেক্ষে, এইরূপ দলিল নিবন্ধনের জন্য গ্রহণ করিবার বিষয়টিরেজিস্ট্রারের স্বীয় বিচার-বিবেচনাধীন মতা।

টীকা (২) : রেজিস্ট্রার যদি তাহার স্বীয় বিচার বিবেচনার ক্ষমতা প্রয়োগকালে ২৫ ধারার অধীন বিলম্ব মার্জনা করেন, তাহা হইলে দেওয়ানি আদালত তাহার বিবেচনার বিষয়ে কোনরূপ প্রশ্ন উত্থাপন করিতে পারিবে না (৬ এলাহাবাদ, ৪৬০)। যদি রেজিস্ট্রার বিলম্ব মার্জনা করিতে অস্বীকার করেন এবং শেষ পযন্ত উক্ত কারণে ৭৬ ধারার অধীন নিবন্ধন অগ্রাহ্য করেন, তাহা হইলে ৭৭ ধারার অধীন মামলা দায়ের করা যাইবে এবং যথাসময়ে দাখিল না করিবার কোন উপযুক্ত কারণ ছিল কিনা, আদালত তাহা নিষ্পত্তি করিতে পারিবে। – ৪০ মাদ্রাজ ৭৫৯ এফ.বি।

টীকা (৩) : সময় বর্ধিতকরণের বিষয়ে রেজিস্ট্রারের সিদ্ধান্ত দেওয়ানি আদালতে প্রতিবাদ করা যাইবে না- নিবন্ধন আইনের ২৫ ধারার অধীন বিলম্ব মওকুফপূর্বক নিবন্ধনের সময় বর্ধিতকরণের বিষয়ে রেজিস্ট্রার হইলেন একমাত্র ও চূড়ান্ত কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের পর দলিল গ্রহণের বিষয়ে জেলারেজিস্ট্রারের সিদ্ধান্ত সম্পর্কে সংক্ষুব্ধ হইয়া কোন প্রশ্ন দেওয়ানি আদালতে উত্থাপন করা যাইবে না। – ৭ ডি.এল.আর ২৩৫ (ডিবি)।

টীকা (৪) : ২৫ ধারার অধীন রেজিস্ট্রারের উপর ন্যস্ত কর্তব্যসমূহ সম্পাদনের জন্য সাব-রেজিস্ট্রারকে ৭(২) ধারাবলে ক্ষমতা প্রদান করা যাইতে পারে। – ২১ বোম্বাই, ৬৯।