ধারা ২৪ঃ কতিপয় ব্যক্তি কর্তৃক ভিন্ন ভিন্ন সময়ে সম্পাদিত দলিল

যেক্ষেত্রে কতিপয় ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে কোন দলিল সম্পাদন করেন, সেইক্ষেত্রে প্রত্যেক সম্পাদনের তারিখ হইতে চার মাসের মধ্যে এইরূপ দলিল নিবন্ধন ও পুনঃনিবন্ধনের জন্য দাখিল করা যাইবে।

টীকা : এই ধারাটিও পুনঃনিবন্ধনের বিষয়ে আলোচনা করে এবং ইহা ভিন্ন ভিন্ন ব্যক্তি কর্তৃক ভিন্ন ভিন্ন সময়ে সম্পাদিত দলিলের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং যদি একটি দলিলের কতিপয় সম্পাদনকারীর মধ্যে এক বা একাধিক সম্পাদনকারী কর্তৃক সম্পাদিত হয় এবং নিবন্ধনের জন্য দাখিল করা হয়, তবে এই একই দলিল প্রথম নিবন্ধনের পর পুনরায় অবশিষ্ট দাতাগণ কর্তৃক সম্পাদিত হইতে পারে এবং দ্বিতীয় সম্পাদনের ৪ (চার) মাসের মধ্যে পুনঃনিবন্ধনের জন্য আবারও দাখিল করা যাইবে।