(১) কোন দলিলে পঙ্ক্তির মধ্যবর্তী লিখন, শূন্যস্থান, ঘষামাজা বা পরিবর্তন থাকিলে দলিল সম্পাদনকারীগণ তাহাদের স্বাক্ষর বা অনুস্বাক্ষর দ্বারা উক্ত সকল পঙ্ক্তির মধ্যবর্তী লিখন, শূন্যস্থান, ঘষামাজা বা পরিবর্তন সত্যায়িত না করিলে নিবন্ধনকারী কর্মকর্তা স্বীয় বিচার-বিবেচনায় উহা নিবন্ধনের জন্য গ্রহণ করিতে অস্বীকৃতি জ্ঞাপনকরিতে পারেন।
(২) যদি নিবন্ধনকারী কর্মকর্তা উক্তরূপ কোন দলিল নিবন্ধন করেন, তাহা হইলে তিনি নিবন্ধন করিবার সময় রেজিস্টার বহিতে উক্তরূপ পঙ্ক্তির মধ্যবর্তী লিখন, শূন্যস্থান, ঘষামাজা বা পরিবর্তন সম্পর্কিত বিষয়ে একটি টীকা লিপিবদ্ধ করিবেন।
টীকা (১) : পঙ্ক্তির মধ্যবর্তী লিখন, ইত্যাদি সকল সম্পাদনকারীগণ কর্তৃক সত্যায়িত হইতে হইবে। যখন কোন সম্পাদনকারী ব্যক্তিগতভাবে উপস্থিত হন, তখন তাহাকে আবশ্যিকভাবে পঙ্ক্তির মধ্যবর্তী সকল লিখন, ইত্যাদি সত্যায়িত করিতে হইবে। যখন তিনি প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হন, তখন যদি পঙ্ক্তির মধ্যবর্তী লিখন, ইত্যাদি গুরুত্বহীন প্রকৃতির হয় বা এইরূপ প্রতিনিধির মাধ্যমে গ্রহণ করা সম্পর্কে উপযুক্ত কারণ প্রদর্শন করা হয়, তাহা হইলে এইরূপ প্রতিনিধি কর্তৃক সত্যায়ন গ্রহণ করা হইবে।
টীকা (২) : যেক্ষেত্রে পরিবর্তন স্বীকার করা হয় না, সেইক্ষেত্রে সম্পাদন অস্বীকার করা হইয়াছে মর্মে গণ্য করা হইবে এবং এইরূপ দলিল নিবন্ধন করিতে নিবন্ধনকারী কর্মকর্তা অস্বীকৃতি জ্ঞাপন করিলে, উহা যুক্তিসংগত হইবে (১৯১৬ মাদ্রাজ ৬৭৩)। এইরূপ ক্ষেত্রে অবশ্যই অনুমিত হইবে যে, ৩৫ ধারার মর্মানুযায়ী সম্পাদনকারী সম্পাদন অস্বীকার করিয়াছেন। – ৩০ আই. সি ৫০৭ মাদ্রাজ।
টীকা (৩) : নিবন্ধন আইনের ২০ ধারা সাধারণভাবে পাঠ করিলে দেখা যাইবে যে উহার দ্বারা, দলিলে স্থিত পঙক্তিদ্বয়ের মধ্যবর্তী কোন লিখন, শূন্যস্থান, ঘষামাজা বা পরিবর্তন যাহা দলিলের সহিত প্রাসঙ্গিক হউক বা নাহউক, কিংবা উহার দ্বারা দলিলের অকৃত্রিমতা সম্বন্ধে কোন সন্দেহ সৃষ্টি হউক বা না হউক, উক্ত দলিল নিবন্ধনের জন্য গ্রহণ করিতে অস্বীকৃতি জ্ঞাপনে নিবন্ধনকারী কর্মকর্তাকে তাহার স্বীয় বিচার-বিবেচনাধীন ক্ষমতা প্রয়োগে প্রাধিকৃত করা হইয়াছে। প্রকৃত প্রস্তাবে, নিবন্ধন আইন, আইনের বিধানে নিহীত কোন ব্যক্তি বিশেষের অধিকার হরণ করে, যদিও উহা কৌশলগত প্রতীয়মান হইতে পারে, তথাপি জালিয়াতি এবং প্রতারণা বা অবৈধ প্রভাবের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের দলিল সংগ্রহকরণ রোধকল্পে উহা কঠোরভাবে পালনীয়। – পিএলডি ১৯৫৪ পেশ ৮৮।