ধারা ১৫ঃ নিবন্ধন কর্মকর্তাগণের সিলমোহর

ভিন্ন ভিন্ন রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রারগণ ইংরেজি এবং [১১] [বাংলা] ভাষায় নিম্নবর্ণিত শব্দাবলি খোদিত সিলমোহর ব্যবহার করিবেন :

“রেজিস্ট্রার (বা সাব-রেজিস্ট্রার), ….. এর সিলমোহর”।

[১১] বাংলাদেশ ল’জ (রিভিশন এন্ড ডিক্লারেশন) অ্যাক্ট, ১৯৭৩ (১৯৭৩ সনের ৮নং আইন) এর
ধারা ৩ ও ২য় তফসিল দ্বারা ‘প্রাদেশিক সরকার নির্দেশিত অন্য কোন ভাষা’ শব্দগুলির স্থলে ‘বাংলা’ শব্দটি প্রতিস্থাপিত।