ধারা ১১ঃ নিজ জেলায় কর্মরত থাকাকালে রেজিস্ট্রারের অনুপস্থিতি

যেক্ষেত্রে কোন রেজিস্ট্রার তাহার জেলায় কর্মরত থাকা অবস্থায় তাহার কার্যালয়ে অনুপস্থিত থাকেন, সেই ক্ষেত্রে উক্তরূপ অনুপস্থিতিকালীন সময়ের জন্য, তিনি ধারা ৬৮ এবং ৭২ এ উল্লিখিত দায়িত্ব ব্যতীত রেজিস্ট্রারের সকল দায়িত্ব পালনের জন্য, তাহার জেলার যে কোন সাব-রেজিস্ট্রারকে বা অন্য কোন ব্যক্তিকে, নিয়োগ করিতে পারিবেন।

টীকা : এমন কি রেজিস্ট্রার তাহার জেলায় কর্তব্যরত অবস্থায় তাহার কার্যালয়ে অনুপস্থিত না থাকাকালেও যদি নিয়োগ দেওয়া হইয়া থাকে, তাহা হইলে উক্ত ত্রুটি ৮৭ ধারা অনুসারে নিরসনযোগ্য। – ১৯৩৫ লাহোর ৩০১, ৩০২।