ধারা ১০ঃ রেজিস্ট্রারের অনুপস্থিতি বা তাহার পদে শূন্যতা

(১) যেক্ষেত্রে কোন রেজিস্ট্রার, তাহার জেলায় কর্মরত থাকা ভিন্ন, অন্য কোন কারণে কার্যালয়ে অনুপস্থিত থাকেন বা তাহার পদ সাময়িকভাবে শূন্য থাকে, সেই ক্ষেত্রে তদন্তস্থলে মহা-পরিদর্শক যাহাকে নিয়োগ প্রদান করেন তিনি, বা এইরূপ নিয়োগের অভাবে, যে জেলা আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে রেজিস্ট্রারের কার্যালয় অবস্থিত, উক্ত জেলা আদালতের জজ, উক্তরূপ অনুপস্থিতকালে বা সরকার শূন্য পদ পূরণ না করা পর্যন্ত, রেজিস্ট্রারের দায়িত্বে থাকিবেন।

(২) [৯] [ বিলুপ্ত ]।

[৯] অ্যাডাপটেশন অব সেন্ট্রাল অ্যাক্টস্ অ্যান্ড অর্ডিন্যান্স অর্ডার, ১৯৪৯ দ্বারা বিলুপ্ত।