কবুলিয়তও এক প্রকার লিজ বা ইজারা দলিল এবং কবুলিয়তের শর্ত ভঙ্গের কারণে লিজ দলিলের ন্যায় কবুলিয়ত বাতিল হতে পারে। নির্ধারিত খাজনা, সেলামী বা অগ্রিমের বিনিময়ে এবং আরোপিত বিধি-নিষেধ প্রতিপালনের শর্তে কোন সম্পত্তি ভোগ করার স্বীকারোক্তিপত্রকে কবুলিয়ত বলে। কবুলিয়ত শব্দটি Lease হিসেবেও ব্যবহৃত হয়, যার অর্থ মালিকের বরাবরে শর্ত সাপেক্ষে সম্পত্তি প্রাপ্তির স্বীকারোক্তিপত্র। সাধারণ অর্থে প্রজা কর্তৃক জমির মালিককে নিয়মিত খাজনা প্রদানের অঙ্গীকারের চুক্তিপত্রকে কবুলিয়ত বলে। ভূমিহীনদের মধ্যে কবুলিয়াতর মাধ্যমে সরকার ভূমি বন্দোবস্ত প্রদান করে থাকে।
কবুলিয়ত দলিল রেজিস্ট্রেশন ফিস