sale-certificate

বয়নামা বা বিক্রয় সার্টিফিকেট (Certificate of Sale)

দেওয়ানী আদালত বা রাজস্ব আদালত অথবা কালেক্টর কিংবা অন্য কোন রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রকাশ্য নিলামে বিক্রীত সম্পত্তি খরিদের প্রমাণস্বরূপ প্রদত্ত সার্টিফিকেটকে বয়নামা বলে। অর্থাৎ নিলামকৃত সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে নিলাম ক্রেতাকে সম্পত্তির দখল প্রদানের দলিলকে বয়নামা বলে। প্রসঙ্গত: উল্লেখ্য, সম্পত্তির হস্তান্তর দলিল সম্পাদনের সাথে সাথে যেমন উক্ত সম্পত্তির দখল হস্তান্তরিত হয়েছে মর্মে আইনগতভাবে গণ্য করা হয়, বয়নামার মাধ্যমে বিক্রয়কৃত সম্পত্তির দখলও সেরূপে হস্তান্তরিত হয়েছে মর্মে আইনগতভাবে গণ্য।


বয়নামা বা বিক্রয় সার্টিফিকেট রেজিস্ট্রেশন ফিস


বয়নামা বা বিক্রয় সার্টিফিকেট নমুনা ফর্ম


সর্বশেষ হালনাগাদঃ জুলাই ২২, ২০২২