রেজিস্ট্রিকৃত কোন দলিলে করণিক ভুল (clerical mistake) পরিলক্ষিত হলে পক্ষগণের সম্মতিক্রমে মূল দলিলের বস্তুগত পরিবর্তন সাধন না করে- যে দলিলের মাধ্যমে পূর্ববর্তী দলিলের করনিক ভুল সংশোধন করা হয়, তাকে ভ্রম সংশোধনপত্র বলে। আইনগতভাবে এটি একটি সাপ্লিমেন্টারী দলিল, অর্থাৎ এ দলিলটি পৃথকভাবে বা এককভাবে কার্যকর নয়; বরং তা অন্য কোন দলিলের (মূল দলিল) উপর নির্ভরশীল। এ দলিল মূল দলিলের অংশ বা অনুপূরক হিসেবে গণ্য হয় এবং কোন কারণে মূল দলিল বাতিল হলে, এ দলিলের কোন কার্যকারিতা থাকে না।
ভ্রম সংশোধন দলিল রেজিস্ট্রেশন ফিস