অনলাইনে খতিয়ান যাচাই ও নকলের আবেদন

বর্তমানে প্রায় সকল ধরনের খতিয়ান অনলাইনে যাচাই করা যাচ্ছে এবং নকল বা সার্টিফাইড কপির জন্য আবেদন করা যাচ্ছে। অনলাইনে খতিয়ান দেখার জন্য আপনাকে ভিজিট করতে হবে www.eporcha.gov.bd। উক্ত সাইট থেকে বিভাগ, জেলা, খতিয়ানের ধরণ, উপজেলা, মৌজার নাম বাঁচাই করতে হবে। তারপর আপনি কয়েকভাবে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। যেসকল তথ্য দিয়ে খতিয়ান অনুসন্ধান করা যবেঃ

  • খতিয়ান নং জানা থাকলে সরাসরি খতিয়ান নং বসিয়ে যাচাই করতে পারবেন।
  • শুধু দাগ নং দিয়েও খতিয়ান অনুসন্ধান করা যাবে।
  • খতিয়ানে মালিকের নাম দিয়ে অনুসন্ধান করা যাবে।
  • খতিয়ান মালিকের পিতা/স্বামীর নাম দিয়েও অনুসন্ধান করা যাবে।

সর্বশেষ হালনাগাদঃ সেপ্টেম্বর ২০, ২০২২