সাব-রেজিস্ট্রার এর কার্যালয়, কালিহাতী, টাঙ্গাইল

জমির সর্বনিম্ন বাজারমূল্য


সময়কালঃ ২০২৩-২০২৪
Download Me! Test Link

স্থাপনা/বিল্ডিং/ফ্ল্যাট/এপার্টমেন্ট/ফ্লোর স্পেস এর সর্বনিম্ন বাজার মূল্য

ব্যক্তি মালিকানাধীন ভূমির উপরিস্থ স্থাপনা, ইমারত, ফ্ল্যাট বা এপার্টমেন্ট হস্তান্তরের দলিল নিবন্ধনের ক্ষেত্রে হস্তান্তরকারী প্রদত্ত বা স্বনির্ধারণী মূল্য বাজার মূল্য হিসাবে গণ্য করিতে হইবে, তবে উক্ত মূল্য, প্রতি বর্গফুটের জন্য, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ১৫০০ (পনের শত) টাকা, এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন এলাকা ব্যতীত অন্যান্য শহরাঞ্চলের ক্ষেত্রে ১২০০ (বার শত) টাকা ও মফস্বল এলাকার ক্ষেত্রে ১০০০ (এক হাজার) টাকার কম হইবে না।

প্রকাশঃ ফেব্রুয়ারী ৩, ২০২৩ সর্বশেষ হালনাগাদঃ সেপ্টেম্বর ৬, ২০২৩