জমির সর্বনিম্ন বাজারমূল্য
সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য বিধিমালা, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের এর জন্য জমির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারিত হয়। হস্তান্তর দলিল রেজিস্ট্রেশনের সময় দলিলে প্রকৃত মূল্য লিপিবদ্ধ করতে হবে তবে তা কোনভাবেই সরকার নির্ধারিত জমির সর্বনিম্ন বাজারমূল্যের চেয়ে কম হবে না।
স্থাপনা/বিল্ডিং/ফ্ল্যাট/এপার্টমেন্ট/ফ্লোর স্পেস এর সর্বনিম্ন বাজার মূল্য
ব্যক্তি মালিকানাধীন ভূমির উপরিস্থ স্থাপনা, ইমারত, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট হস্তান্তরের দলিল নিবন্ধনের ক্ষেত্রে হস্তান্তরকারী প্রদত্ত বা স্বনির্ধারণী মূল্য বাজার মূল্য হিসাবে গণ্য করিতে হইবে।
তবে উক্ত মূল্য, প্রতি বর্গফুটের জন্য, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ১৫০০ (পনের শত) টাকা, এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন এলাকা ব্যতীত অন্যান্য শহরাঞ্চলের ক্ষেত্রে ১২০০ (বার শত) টাকা ও মফস্বল এলাকার ক্ষেত্রে ১০০০ (এক হাজার) টাকার কম হইবে না।
সম্পর্কিত আইন ও বিধিমালাঃ