স্থাবর সম্পত্তির বিপরীতে পণমূল্য গ্রহণের বিনিময়ে ভূমি উন্নয়নসহ উক্ত দলিল সম্পাদনের ক্ষমতা প্রদান সম্পর্কিত কোন পাওয়ার অব অ্যাটর্নিকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্যের বিনিময়ে প্রদত্ত) বলে। উল্লেখ্য, ভূমি উন্নয়ন’ বলতে ব্যবস্থাপনা ও বিক্রয়ের নিমিত্ত আবাসিক বা বাণিজ্যিক প্লট প্রস্তুত, অথবা এপার্টমেন্ট বা মিশ্র ফ্লোর স্পেস বা ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে কোন প্লট বা ভূমির উন্নয়ন বুঝায়। তাছাড়া, পণমূল্য অর্থ কোন ভূমি উন্নয়নের নিমিত্ত অপ্রত্যাহারযোগ্য পাওয়ারগ্রহীতা যে অংশ বিক্রয় বা হস্তান্তরের ক্ষমতাপ্রাপ্ত হন। তার বাজারমূল্য ও পাওয়ারদাতা কর্তৃক গৃহীত কোন অর্থ, যদি থাকে, যা দলিলের মূল্য হিসেবে গণ্য হয়।
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্যসহ) রেজিস্ট্রেশন ফিস
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্যসহ) নমুনা ফরম ডাউনলোড