heba-declaration-deed-regis

হেবার ঘোষণাপত্র (Deed of Declaration of Heba)

কোন দলিলের মাধ্যমে যদি ইসলামী শরীয়া মোতাবেক স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তান, দাদা-দাদী, নানা-নানী ও নাতি-নাতনি (grand parents and grand children), সহোদর ভাইগণ (full brothers), সহহোদর বোনগণ (full sisters) এবং সহোদর ভাই ও বোনগণের (full brothers and full sisters) মধ্যে পণ স্বরূপ কোন অর্থ বা অন্য কোন কিছু গ্রহণ না করে ইতিপূর্বে কোন সুনির্দিষ্ট সময়ে (তারিখ, মাস, বৎসর উল্লেখ করতঃ) ন্যূনতম ২জন সাক্ষীর উপস্থিতিতে প্রদত্ত কোন স্থাবর সম্পত্তি হস্তান্তর বা প্রদানের মৌখিক ঘোষণার স্বীকৃতি প্রদান করা হয়, তাকে হেবা ঘোষণাপত্র বলে।


হেবার ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন ফিস


হেবার ঘোষণাপত্র দলিল নমুনা ফরম ডাউনলোড


সর্বশেষ হালনাগাদঃ জুলাই ২২, ২০২২