Conveyance-Sale Deed

সাফ কবলা বা বিক্রয় দলিল (Conveyance/Sale Deed)

বিক্রয়ের ইংরেজি প্রতিশব্দ হলো- Sale; স্ট্যাম্প আইনের সিডিউল বা তফসিলে ব্যবহৃত Conveyance শব্দের বাংলা প্রতিশব্দ হলো- স্বত্ব হস্তান্তরপত্র বা স্বত্বান্তরপত্র। তবে, স্ট্যাম্প আইনে Conveyance-এর প্রদত্ত সংজ্ঞানুযায়ী যে দলিল দ্বারা কোন স্থাবর সম্পত্তির মালিক তার জীবদ্দশায় উক্ত সম্পত্তির স্বত্ব বিক্রয়মূলে হস্তান্তর করেন এবং ঐরূপ দলিল স্ট্যাম্প আইনের তফসিলে ভিন্ন কোন নামে অভিহিত হয়নি- সেরূপ দলিল বুঝায়। সহজ কথায় কোন আর্থিক মূল্যের বিনিময়ে স্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর বিষয়ক সম্পাদিত দলিলকে কবলা দলিল বলে।


সাফ কবলা বা বিক্রয় দলিল রেজিস্ট্রেশন ফিস

সাফ কবলা বা বিক্রয় দলিল নমুনা ফরম


সর্বশেষ হালনাগাদঃ জুলাই ২২, ২০২২