প্রতীকী কোন প্রতিদানের বিনিময়ে কোন সম্পত্তির দানকে হেবা বিল এওয়াজ বলে। যে দলিলের মাধ্যমে দাতা, গ্রহীতার নিকট হতে প্রতীকী প্রতিদানস্বরূপ ধর্মীয় গ্রন্থ, জায়নামাজইত্যাদি গ্রহণ করে কোন দানপত্র সম্পাদন করেন, তাকে হেবাবিল এওয়াজনামা বলে। কোন সম্পত্তি বা সম্পত্তির কোন অংশ ভবিষ্যতে অন্য কাউকে প্রদানের শর্তে দান করা হলে, সেরূপ দলিলকে শর্তযুক্ত হেবা বা শার্ত-উল-এওয়াজনামা (Deed of Conditional Heba or Sarta-ul-Awaj) বলে।
হেবাবিল এওয়াজ দলিল রেজিস্ট্রেশন ফিস