কোন দলিলের মাধ্যমে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলী ব্যক্তি/ব্যক্তিগণ কর্তৃক স্ব স্ব ধর্মীয় বিধান মোতাবেক স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তান, দাদা-দাদী, নানানানী ও নাতি-নাতনি, (grand parents and grand children), সহোদর ভাইগণ (full brothers), সহোদর বোনগণ (full sisters) এবং সহোদর ভাই ও বোনগণের (full brothers and full sisters) মধ্যে পণ স্বরূপ কোন অর্থ বা অন্য কোন কিছু গ্রহণ না করে ইতিপূর্বে কোন সুনির্দিষ্ট সময়ে (তারিখ, মাস, বৎসর উল্লেখ করতঃ) ) ন্যূনতম ২জন সাক্ষীর উপস্থিতিতে প্রদত্ত কোন স্থাবর সম্পত্তি হস্তান্তর বা প্রদানের মৌখিক ঘোষণার স্বীকৃতি প্রদান করা হয়, তাকে দান বিষয়ক ঘোষণাপত্র বলে।
দানের ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন ফিস