সুখাধিকার স্বত্বের হস্তান্তর দলিল এক ধরনের কবলা দলিল বা বিক্রয় দলিল হিসেবে বিবেচ্য। পণের বিনিময়ে কোন সুখাধিকার বা ইজমেন্ট স্বত্ব যেমন আলো, বাতাস বা চলাচলের অধিকার হস্তান্তর বিষয়ক সম্পাদিত দলিলকে সুখাধিকার স্বত্বের হস্তান্তর দলিল বলে। উল্লেখ্য যে, দলিলে পণের উল্লেখ না থাকলে এবং গ্রহীতার উক্ত সম্পত্তিতে স্বত্ব বহাল না থাকলে ঐরূপ দলিল সুখাধিকার স্বত্বের হস্তান্তর দলিল হিসেবে বিবেচ্য না হয়ে একরারনামা হিসেবে বিবেচ্য হবে।
সুখাধিকারপত্র রেজিস্ট্রেশন ফিস