cancellation-instrument

রহিতকরণপত্র (Cancellation of Instrument)

রেজিস্ট্রিকৃত কোন দলিল আইনসঙ্গত কারণে বা শর্ত সাপেক্ষে পক্ষগণের অভিপ্রায় অনুযায়ী ক্ষেত্র মোতাবেক বাতিল করার জন্য পক্ষগণ কর্তৃক যে দলিল সম্পাদন বা রেজিস্ট্রি করা হয়, তাকে রহিতকরণপত্র বলে। তবে, প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্টার্ড দলিল- বিজ্ঞ আদালত কর্তৃক মামলার মাধ্যমে বাতিল করা সমীচীন। এরূপ দলিল দ্বারা কোন দানপত্র বাতিল করা হলে, তাকে দানপত্র রহিতকরণপত্র (Deed of Cancellation of Gift Deed), দত্তকগ্রহণ বাতিল করা হলে দত্তকগ্রহণ রহিতকরণপত্র (Deed of Cancellation of Adoptation deed), ক্রয়চুক্তি বা বায়নাপত্র বাতিল করা হলে বায়নাপত্র রহিতকরণপত্র (Deed of Cancellation of Agreement for sale), পূর্বে সম্পাদিত কোন বিলিবন্দেজ (settlement) বা নিরূপন বাতিল করা হলে নিরূপণপত্র রহিতকরণ (Deed of Cancellation of Deed of Settlement) এবং পূর্বে সম্পাদিত কোন পাওয়ার অব অ্যাটর্নি বাতিল করা হলে, তাকে পাওয়ার অব অ্যাটর্নি রহিতকরণপত্র (Deed for Cancellation of Power of Attorney) বলে। উল্লেখ্য, এরূপ পাওয়ার অব অ্যাটর্নি রহিতকরণপত্র রেজিস্ট্রির ক্ষেত্রে পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এবং পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫-এর বিধানাবলী আবশ্যিকভাবে প্রতিপালন করতে হয়। তাছাড়া, সম্পত্তি হস্তান্তর আইনের ১২৬ ধারা অনুযায়ী দানপত্র আংশিক বা সম্পূর্ণ রহিত বা বাতিল করার বিধান রয়েছে, তবে ভবিষ্যতে কীরূপ অবস্থার উদ্ভব হলে দানপত্র রহিত হবে- তা সুস্পষ্টরূপে শর্ত হিসাবে দানপত্রে লিপিবদ্ধ থাকতে হয়।


রহিতকরণপত্র রেজিস্ট্রেশন ফিস


রহিতকরণপত্র নমুনা ফর্ম


সর্বশেষ হালনাগাদঃ জুলাই ২২, ২০২২