উইল দলিল (Deed of Will)

কোন ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর পূর্বে তার সম্পত্তির মালিকানা বা ব্যবস্থাপনা সম্পর্কে তার মৃত্যুর পর কার্যকর হবে – এরূপ সিদ্ধান্তমূলক স্বাক্ষরিত পত্রকে উইল বলে। সাধারণত: ইসলাম ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মানুসারীদের জন্য উইলের বিষয়টি প্রযোজ্য। উইলকারীর মৃত্যুর পর উইল কার্যকর হয়; তবে, উইল কার্যকর করার ক্ষেত্রে বিজ্ঞ আদালত হতে ‘প্রবেট অব উইল আহরণ করা বাঞ্ছনীয়। ১৮৯৭ সালের জেনারেল ক্লজেস অ্যাক্টের ৩(৫৭) ধারায় উইলের সংজ্ঞা প্রদত্ত হয়েছে। উক্ত সংজ্ঞানুযায়ী মরনোত্তর সম্পত্তি বিলিবন্দোবস্তের স্বতঃস্ফূর্ত লিখিত ব্যবস্থাপত্র হলো- উইল।


উইল দলিল রেজিস্ট্রেশন ফিস


উইল দলিল নমুনা ফর্ম


সর্বশেষ হালনাগাদঃ জুলাই ২২, ২০২২